দুর্দান্ত ফর্মে পর করছে পিএসজি। আর ধারাবাহিকভাবে চমক দেখিয়ে চলেছেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। তবে রেকর্ড দামে নেইমারের পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই দ্বন্দ্বে জড়ান এই দুই ফুটবল তারকা। তারই জের ধরে শোনা যায়, শীতকালীন মৌসুমে কাভানি পিএসজি ছেড়ে দিবেন। কিন্তু সে আলোচনায় পানি ঢেলে দিলেন স্বয়ং তারকাই।
দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বললেন নেইমার ও পিএসজি সম্পর্কে কাভানি জানালেন, তার ও নেইমারের মধ্যকার সম্পর্কটা দারুণ। পিএসজি ছেড়ে যাওয়ার কোন ইচ্ছা তার ভাবনাতে নেই। এসময় কাভানি বলেছেন, আমাদের মধ্যকার সম্পর্কটা দারুণ। আমরা পেশাদার। আমাদের লক্ষ্য টিমওয়ার্ক ও দলকে এগিয়ে নিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, নেইমার যখন দলে সাইন করলো তখন সবাই খুশি ছিল। সে একজন সেরা খেলোয়াড়। আমাদের জন্য এটা অবিশ্বাস্য রোমাঞ্চকর ছিল। সমস্যাটা হলো অনেকেই সঠিক তথ্য পায়নি। ফলে, ভুল বোঝাবুঝি হয়েছে।
কাভানি বলেন, আমি এই ক্লাবে খেলাটা উপভোগ করি। আমি এটা পছন্দ করি। আমি এখানে দীর্ঘদিন থাকতে চাই। ফুটবলে আপনি জানেন না কখন কী ঘটবে। আমার লক্ষ্য হলো পিএসজির লক্ষ্য পূরণ করা, এখানে দীর্ঘদিন থাকা ও দলের জন্য বেশি কাপ জেতা।
চলতি মৌসুমের ১৯ গোল নিয়ে লিগ ওয়ানে গোলের তালিকায় শীর্ষে আছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে তার দল আছে শীর্ষে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ