টি-২০ ক্রিকেট মানেই বিধ্বংসী ব্যাটসম্যানদের দাপট এবং বোলারদের কিছু ম্যাচ ঘোরানো স্পেল। তবে এরই মধ্যে টি-২০ ক্রিকেটকে আরও আকর্ষণীয় করেছে ফিল্ডাররা।
আইপিএলে কলিন মুনরোর ক্যাচ বা বিগ ব্যাশে কেন উইলিয়ামসনের ক্যাচ ফিল্ডিংকে নিয়ে গিয়েছে অন্য পর্যায়। তেমনই একটি ক্যাচ নিয়ে সোরগোল ফিলে দিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক গ্লেন ফিলিপস।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গেলের উইকেট নেন শেঠ র্যান্স। তবে উইকেটটি র্যান্স নিলেও গেলকে প্যাভিলিয়নে ফেরানোর মূল কারিগর কিউই উইকেটকিপার গ্লেন ফিলিপস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর