নতুন বছর শুরুর আনন্দে মেতে উঠেছে গোটা বিশ্ব। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই মেতেছেন সেই আনন্দে। সেই আনন্দ উৎসব থেকে ক্রিকেটাররাও ছিলেন না দূরে।
শনিবার উইকেন্ডে বর্ষ শেষের পার্টিতে মেতে উঠেছিলেন ভারতীয় ক্রিকেটের আইকন শচীন টেন্ডুলকর। তবে শচীন একা নন, তার সঙ্গে ছিলেন যুবরাজ সিং এবং অজিত আগরকর। পার্টিতে বেশ খোশ মেজাজেই ধরা দিলেন এই তিন তারকা।
ক্রিকেট গ্লাভস-প্যাড সরিয়ে রেখে পার্টি ওয়্যারে তখন মাতোয়ারা যুবি। গায়ে কালো জ্যাকেট এবং মাথায় লাল হ্যাট পরা তাকে দেখলে ডিজে বলে ভুল হতে পারে। অন্য দিকে, ধরাবাঁধা ছকের বাইরে ছিল শচীনের গেটআপও। মাথায় রুপোলি হ্যাট পরে কালো পোশাকে মাস্টার ব্লাস্টার ক্রিকেট মাঠের মতো পার্টিতেও মধ্যমণি।
যুবি-শচিনের পাশাপাশি অজিত আগরকরও ছিলেন পার্টিতে। লাল জ্যাকেট-লাল হ্যাট পরা অজিতও ছিলেন পার্টি মোডে। পার্টি শেষে নিজেদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন যুবরাজ। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় তারকাদের ছবিতে একের পর এক মন্তব্য করতে থাকেন ভারতীয় সমর্থকরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর