তারকা ক্রিকেটার ও দক্ষিণ আফ্রিকার সেরা খেলোয়াড় এবি ডি ভিলিয়াসের্র সাথে প্রতিদ্বন্দ্বিতা পছন্দ নয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কোহলি বলেন, ‘আসন্ন সিরিজে শুধুমাত্র দু’জন খেলোয়াড়ই খেলবে না, দু’দলে আরো অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তাই ডি ভিলিয়ার্স ও আমার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটা বলা ঠিক নয়।’
আগামী শুক্রবার থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে লড়াই শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আসন্ন লড়াইকে অনেকেই কোহলি-ডি ভিলিয়ার্সের সিরিজ বলে অভিহিত করছেন। যা কানে গেছে কোহলি ও ডি ভিলিয়ার্সের। এ নিয়ে মুখ খুললেন কোহলি।
তিনি বলেন, ‘আসন্ন সিরিজ নিয়ে আমাকে ও ডি ভিলিয়ার্সকে নিয়ে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। এবি আমার খুবই ভালো বন্ধু। আমি তার খেলা পছন্দ করি এবং ব্যক্তি হিসেবে তাকে পছন্দ করি। আইপিএলে আমরা অনেকগুলো মৌসুম এক সাথে কাটিয়েছি। তাকে আমি ভালোভাবে চিনি। সে দুর্দান্ত একজন ব্যক্তি। কিন্তু আমরা যখন মাঠে লড়াইয়ে নামি তখন শুধুমাত্র দলের জন্য খেলতে নামি। এখানে একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবী না। তবে এটি ঠিক, এবি যখন ব্যাটিং করে তখন আমি চাই সে দ্রুত আউট হয়ে যাক। আবার আমি যখন ব্যাটিং করতে নামি তিনিও একই ইচ্ছা পোষণ করেন।’
কেপটাউনে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ছয় ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম