ওপেনার মার্টিন গাপটিলকে পুনরায় দলে ডেকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দু’ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এছাড়া দলে রাখা হয়েছে দুই স্পিনার মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টলকে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গাপটিল। পরবর্তীতে টি-২০-তে জায়গা পাওয়া গাপটিলকে এবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হলো।
গাপটিলের ফেরায় দল থেকে বাদ পড়লেন জর্জ ওয়ার্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডের প্রথম দু’টিতে হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়ার্কার।
গাপটিলের অন্তর্ভুক্তি ও ওয়ার্কারের বাদ পড়া নিয়ে নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসন বলেন, ‘মার্টিন পরীক্ষিত ও আন্তর্জাতিক অঙ্গনে সে বড় মাপের খেলোয়াড়। ওয়ানডে খেলার জন্য সে এখন পুরোপুরি ফিট। আশা করি, ওয়ানডে সিরিজে আবারো নিজেকে প্রমাণ করবে গাপটিল। তবে ওয়ার্কারের বাদ পড়াটা দুঃখজনক। আবারো তাকে দলে নেয়া হবে। সে আমাদের বিবেচনায় রয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া লেগ স্পিনার অ্যাস্টল তিন ম্যাচে ৪ উইকেট শিকার করেন। এ ছাড়া দ্বিতীয় ম্যাচে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ৪৯ রান করেন তিনি।
এই সিরিজের দলেও জায়গা হয়নি অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বাবার মৃত্যুতে জিম্বাবুয়ে ফিরে যান তিনি। তবে শেষ তিন ওয়ানডেতে গ্র্যান্ডহোমকে দলে পাবে নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডের পর তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল।
প্রথম দুই ওয়ানডের জন্য নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, লুক ফার্গুসন, মিচেল স্যান্টনার, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, ট্রেন্ট বোল্ট, হেনরি নিকোলস, টিম সাউদি ও রস টেলর।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম