ফুটবলকে বিদায় জানানোর পরে সিনেমা বানাবেন বলে ঘোষণা দিয়েছেন তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। আলেসান্দ্রো দেল পিয়েরোর প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন তিনি।
ফুটবল থেকে বিদায় নেয়ার পর কি করবেন এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, 'ঠিক করিনি কিছুই। কিন্তু এ টুকু জোর দিয়ে বলতে পারি, সুন্দর একটা জীবন কাটাব।'
পরে তিনি বলেন, সংযোজন, সিনেমা আমার অন্যতম পছন্দের বিযয়। সিনেমা তৈরি করতে পারি। আবার ব্যবসাও করতে পারি। আমার নিজস্ব হোটেল আছে, জিমন্যাসিয়াম, সুইমিং পুল সবই আছে। নাইকির সঙ্গে যুক্ত হয়ে জামাকাপড়ের ব্যবসা করছি। ফলে ব্যবসা করলেও অবাক হওয়ার কিছু নেই।'
সিনেমায় প্রযোজনা যে তার পছন্দ, তা সাক্ষাত্কারে তা মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন সিআর সেভেন। 'তবে আমি এখন ফুটবলে মনোনিবেশ করেছি। ফুটবল ছাড়া অন্য কিছু ভাবছি না। নতুন বছরে অনেক কিছু করার আছে।' গড়গড় করে বলে গেলেন সদ্য ব্যালন ডি'ওর পাওয়া তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে জুভেন্তাসের সঙ্গে কথা হয়েছিল। নিজের ফুটবল জীবনের গোপন ঝুলি উজাড় করে দিলেন সিআর সেভেন, 'জুভেন্তাস না, ম্যাঞ্চেস্টার---রীতিমতো দ্বিধায় ছিলাম। ইতালি ফুটবল আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। কিন্তু তখন সিরি এ জমজমাট ছিল না। ইপিএল ছিল বিশ্বে এক নম্বরে। তাই ম্যাঞ্চেস্টারে খেলতে সম্মত হয়েছি। তবে আমার খেলোয়াড়ি জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় সঠিক হয়েছে। এজন্য ধন্যবাদ জানাই আমার এজেন্টকে।'
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম