নতুন বছরের প্রথম দিনে অঁতনি মার্শিয়ালের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে এভারটনের মাঠে ২-০ গোলে জিতেছে জোসে মরিনিয়োর দল।
খেলার ৫৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে বল জালে পাঠান অতিথি দলের ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল। ৮১তম মিনিটে দারুণ গোলে জয় নিশ্চিত করেন তিনি।
২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম