বিশ্ব ক্রিকেটে একাধিক অধিনায়কের আবিষ্কারক অস্ট্রেলিয়া এবার একাধিক কোচ ব্যবহার করতে চাইছে।
এ ব্যাপারে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটির কোচ ড্যারেন লেহম্যান জানিয়ে দিয়েছেন, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আর কোচের পদে থাকবেন না তিনি। দিন কয়েক আগে দেশটির স্পিনিং লিজেন্ড শেন ওয়ার্ন জানিয়েছিলেন, তিনি চান অজিদের কোচ হতে।
এদিকে দেশটির গণমাধ্যমের খবর, বিশ্বকাপের পর আরেক বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতেই দায়িত্ব দিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর তিনি হচ্ছেন রিকি পন্টিং। তবে এখন অবধি যা খবর তাতে টি-টোয়েন্টি দলের কোচিংয়ের ভার তার ওপর দিতে চাইছে বোর্ড।
২০২০ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেও টি-টোয়েন্টি দলের সহকারী কোচ হিসেবে পন্টিং দায়িত্ব পালন করেছেন। তাই টি-টোয়েন্টি দলের পুরোপুরি দায়িত্ব পন্টিংকে দিতে চাইছে সিএ।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ