ইনজুরি যেন কাটছেই না অস্ট্রেলিয়া শিবির থেকে। চোটের কারনে চলমান অ্যাশেজে বক্সি ডে টেস্টে মাঠে নামতে পারেননি পেসার মিচেল স্টার্ক। তবে চোট কাটিয়ে সিডনি টেস্টের জন্য স্টার্কের প্রস্তুতি শুরু হলেও এবার শঙ্কা দেখা দিয়েছে অধিনায়ক স্টিভ স্মিথকে নিয়ে।
স্মিথের সাম্প্রতিক চোট নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তরা। পিঠের চোটের কারণে আজ অনুশীলন করেননি অসি দলপতি। এদিকে আগামী বৃহস্পতিবার সিডনি টেস্ট শুরু হবে। স্মিথের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকবে অস্ট্রেলিয়া। তবে আশা করা হচ্ছে ফিটনেস নিয়ে আগামীকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন তিনি।
অন্যদিকে, সিডনি টেস্টে মাঠে নামতে মুখিয়ে আছেন স্টার্ক। এর জন্য অনুশীলনে নিজেকে শানিয়ে নিচ্ছেন তিনি। আজ মঙ্গলবার জালে বোলিং করেছেন ফর্মে থাকা অস্ট্রেলিয়ান বাঁহাতি এ পেসার। দলের ডাক্তার ও ফিজিওদের পরামর্শে মেলবোর্নে চতুর্থ টেস্টে খেলেননি স্টার্ক। তবে সিডনিতে আবারও জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ডদের সঙ্গে বল হাতে দেখা যেতে পারে ফর্মে থাকা এ পেসারকে।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ