দর্শক পেটানো ও ম্যাচ রেফারির সঙ্গে আচরণবিধি লঙ্ঘণের ঘটনায় বড় শাস্তি পেয়েছে তরুণ ক্রিকেটার সাব্বির রহমান। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, ২০ লাখ টাকা জরিমানা এবং আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। কাল বিসিবিতে এসেছিলেন সাব্বির। এসেছিলেন মাশরাফি মুর্তজাও।
সাব্বিরের কাঁধে হাত রেখে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন ম্যাশ। পরে বিসিবি একাডেমি মাঠে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা বিসিবির অধীনে রয়েছি। বোর্ডের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ। তাই আমাদের বোর্ডের বেঁধে দেয়া আচরণবিধি মেনে চলতে হবে। এটা আমাদের দায়িত্ব।’
মাশরাফি আরও বলেন, ‘আমাদের সবাই অনুসরণ করে। যেসব তরুণ খেলোয়াড় উঠে আসছে, তারাও। মাঠে ও মাঠের বাইরে তাই সংযত আচরণ করা উচিত আমাদের।’
সাব্বিরের শাস্তি প্রসঙ্গে এসময় মাশরাফি বলেন, ‘সাব্বিরের মতো আর যেন কারও শাস্তি না হয়। আমরা কেউ যেন এমন ভুল আর না করি।‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। খেলোয়াড় হিসেবে আমাদের কাজ হচ্ছে ভালো খেলা এবং ঠিকঠাকমতো অনুশীলন করা। সবাই আমাদের অনুসরণ করে। তাই এটা আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আচরণ যেন ঠিকঠাক হয়।’
বিডিপ্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান