ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুয়েনকে পিছনে ফেলে ‘ডেভিল অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন চেলসি তারকা এডেন হ্যাজার্ড। বেলজিয়ামের হয়ে ২০১৭ সালে পারফরমেন্সের ভিত্তিতে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।
ডি ব্রুয়েন প্রিমিয়ার লীগের শীর্ষ দলটির হয়ে নিজেকে দারুণভাবে প্রমাণ করেছেন। নিজে ৬ গোল করা ছাড়াও ২১টি ম্যাচে আরও নয়টি ম্যাচে সতীর্থদের সহায়তায় করেছেন। কিন্তু বেলজিয়াম সমর্থকরা বিশ্বাস করেন আন্তর্জাতিক অঙ্গনে হ্যাজার্ডই ছিলেন শীর্ষে। বিশেষ করে বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাজার্ড ছিলেন বেলজিয়ামের অন্যতম সেরা তারকা। গত বছর বেলজিয়ামের হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন হ্যাজার্ড। অন্যদিকে ডি ব্রুয়েন খেলেছেন নয়টি। তারপরেও চেলসি তারকার পারফরমেন্স ছিল চোখে পড়ার মত। পাঁচ ম্যাচে করেছেন তিন গোল, সহায়তা করেছেন আরো দুটি গোলে। দুর্দান্ত পারফরমেন্সের কারণেই হ্যাজার্ড পেয়েছেন ১০,২৮০ ভোট। যেখানে ডি ব্রুয়েন ও রোমেলু লুকাকু পেয়েছেন যথাক্রমে ৪,৭০১ ও ৩,২২৩ ভোট।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম