রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেমন কথা কথায় নিজেকে ইতিহাসের সেরা দাবি করেন, তেমনটা নন লিওনেল মেসি। তার পায়ের জাদুতে ফুটবলপ্রেমীরা মুগ্ধ। কিন্তু এখনো নিজেকে 'পারফেক্ট' মনে করেন না মেসি।
আর্জেন্টিনার এ তারকা খেলোয়াড়ের বক্তব্য, 'পারফেক্ট' খেলোয়াড় হওয়ার জন্য তাকে আরও বেশি পেনাল্টি অনুশীলন করতে হবে!
বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী এ খেলোয়াড় আরও জানিয়েছেন, খেলা থেকে অবসর নেয়ার পর পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। কোচিং নিয়ে ভাবছেন না।
একটি সাক্ষাৎকারে মেসি বলেন, 'অবসর নেয়ার পর আমি সম্ভবত কোচ হবো না। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মতো অনেক সময় পড়ে আছে। আমার এখনকার অবস্থানেও পরিবর্তন ঘটতে পারে।' সূত্র : ব্লিচার রিপোর্ট
বিডি প্রতিদিন/৩ জানুয়ারি, ২০১৮/ফারজানা