চলতি মৌসুমে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বার্সালোনা। তবে এই এগিয়ে চলার সাথী যারা ছিল এবার হয়তো সেখানে রদবদলের সময় এসে গেছে। দীর্ঘদিন ইনজুরি থেকে ফিরে এসেছে ১০৫ মিলিয়ন মূল্যের তারকা ওসমানে ডেম্বেলে। যার কারণে লেফট উইংয়ের জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে তার জন্য।
অন্যদিকে, নাইকির ঘোষণা এবং সব কিছু মিলিয়ে শোনা যাচ্ছে কৌতিনহোর বার্সায় আসাটাও এক রকম নিশ্চিত। আর কৌতিনহো বার্সাতে আসলে তাকে লেফট মিডে খেলাবে ভালভার্দে। কারণ লেফট মিডে বর্তমানে কৌতিনহো অনন্য। আর যদি এটা হয় তাহলে জায়গা ছেড়ে দিতে হবে ইনিয়েস্তাকে। আর গুঞ্জন সত্য করে হয় আগামী গ্রীষ্মে মেজর সকার লীগে পাড়ি জমাতে পারে স্পানিশ তারকা।
কেমন হতে পারে বার্সার একাদশ
গোল কিপার: টার স্টেগান
ডিফেন্ডার: আলভা , স্যামুয়েল উমিতি , জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো
মিডফিল্ডার: পাউলিনহো, বুসকেটস ও কৌতিনহো।
ফরোয়ার্ড: ওসমানে ডেম্বেলে, সুয়ারেজ ও মেসি।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/আরাফাত