দক্ষিণ আফ্রিকায় গিয়ে নিয়মিত উইকেট তুলে নেওয়াটা যে সহজ হবে না তা খুব ভালো করেই জানে টিম ইন্ডিয়া। তাই তো বিরাট কোহলিকে দলের বোলারদের ওপর ধৈর্য্য দেখাতে বললেন সৌরভ গাঙ্গুলি।
দক্ষিণ আফ্রিকায় এর আগে একটাও সিরিজ জেতেনি ভারত। এই বিষয় নিয়ে দেশের প্রাক্তন অধিনায়ককে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ঘরের মাঠে জেতা আর বিদেশে গিয়ে জেতা- দুটোয় অনেক পার্থক্য আছে। এই কথাটা বলছি মানে এই নয়, ঘরের মাঠে সিরিজ জয়ের ব্যাপারটা খুব সহজ। অনেক কষ্ট করেই জিততে হয়। কিন্তু অ্যাওয়ে সিরিজে বিচার হয়, কতটা ভালো আপনি। আসন্ন এই সিরিজে ব্যাটসম্যান বিরাটের কোনো পরীক্ষা হবে না। আসল পরীক্ষাটা হবে ক্যাপ্টেন বিরাটের। তবে বিরাটকেও কিছুটা সময় দিতে হবে আমাদের। কারণ, ও তো রক্ত মাংসের মানুষ। তাই মানিয়ে নিতে ওরও কিছুটা সময় দরকার। আবারও বলছি, বোলারদের ওপর বিরাট একটু ধৈর্য্য রেখো। ভারতে যা যা ঘটে, দক্ষিণ আফ্রিকায় কিন্তু সেটা ঘটবে না।’
এসময় সৌরভ আরও যোগ করেছেন, ‘বিরাটকে অন্যরকম পরিকল্পনা কষতে হবে। আশা করি, রবি শাস্ত্রীর কাছ থেকেও ও পরামর্শ পাবে।’
ব্যাট হাতে বিরাটের পারফরমেন্সের ব্যাপারে সৌরভের কথায়, ‘ বিরাট এবার দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে একেবারে নতুন হয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটে সেঞ্চুরির পর থেকে বিরাট বদলে গিয়েছে। শুরুতে একটু সতর্ক থাকা দরকার। ২০-২৫ রান হয়ে গেলে বিরাটকে আটকানো কঠিন হয়ে যাবে।’
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ