ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে অধিনায়কত্ব হারিয়ে বর্তমানে তিনি টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারতের কেন্দ্রীয় চুক্তিতে দীর্ঘ সময় ধরে শীর্ষ ক্যাটাগরিতে রয়েছেন তিনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এবার শীর্ষ ক্যাটাগরি থেকে ধোনি বাদ পড়তে যাচ্ছেন ধোনি।
এ ব্যাপারে ইন্ডিয়া টুডে জানায়, ভারতীয় দলের খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো- এ+, এ, বি এবং সি। তবে ধোনি এ+ ক্যাটাগরি থেকে বাদ পড়বেন বলে জানায় সংবাদমাধ্যমটি।
প্রসঙ্গত, অধিনায়ক বিরাট কোহলি, দলের তারকা খেলোয়াড় ধোনি এবং কোচ রবি শাস্ত্রীর সঙ্গে ৩০ নভেম্বর মিটিং করে বেতনস্কেল ঠিক করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনস।
কমিটি তিন ধরনের ফরম্যাটে অংশ নেয়া শীর্ষ খেলোয়াড়দের এ+ ক্যাটাগরিতে রাখার পরামর্শ দিয়েছে। ধোনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ায় শীর্ষ ক্যাটাগরিতে জায়গা হারাচ্ছেন।
বিডি প্রতিদিন/০৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ