ডার্বিতে তুরিনের বিপক্ষে দারুণ জয় পেয়েছে জুভেন্টাস। ২-০ গোলের সহজ জয়ে আসরটির সেমিফাইনালে পৌঁছে গেল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। শেষ চারে আটলান্টার মুখোমুখি হবে দলটি।
এদিনে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে খেলতে নামে জুভেন্টাস। ম্যাচের ১৫ মিনিটেই ডগলাস কস্তার গোলে লিড পায় স্বাগতিকরা। আর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মারিও মানজুকিচের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
কোপা ইতালিয়ায় গত তিনবারের চ্যাম্পিয়ন জুভিরা। আর এবার যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে হয়তো চতুর্থ শিরোপা ঘরে তোলাটা সময়ের ব্যাপার দলটির জন্য।
বিডিপ্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান