আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি রেফারির সঙ্গে অপেশাদার আচরণের জন্য ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
রবিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিষেধাজ্ঞার প্রথম ম্যাচ কাটাবেন ওয়েঙ্গার। আর লিগ কাপের সেমি-ফাইনালে চেলসির বিপক্ষে ও প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের ডাগআউটেও তাকে দেখা যাবে না।
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনে বিপক্ষে ম্যাচের ৮৯তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি মাইক ডিন। রাগান্বিত ওয়েঙ্গার সঙ্গে সঙ্গেই রেফারি রুমে ঢুকে তর্কে জড়ান। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা