ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে চলছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। টাইগার শিবিরে এর মধ্যেই থাবা বসিয়েছে ইনজুরি। অনুশীলনে চোট পেয়েছেন তিন ক্রিকেটার। ব্যাটিংয়ের সময় আঙুলে বল লেগে রক্তপাত হয়েছিল সাব্বির রহমানের। আঘাত পেয়েছিলেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার।
তবে চোট গুরুতর বলে জানিয়েছেন জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ক্রিকেট খেলতে গেলে আঙুলে ব্যথা তো একটু লাগবেই। তবে এটা তেমন গুরুতর কিছু নয়। দুই-তিনজরের থাম্বে বল লেগেছে, আমার মনে হয় না মেজর কিছু এটা।
বাঁহাতি ওপেনার ইমরুল বলেছেন, এটা গুরুতর কিছু না। আজকে হয়ত লেগেছে। আমার মনে হয় সবাই শনিবার প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে।
বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন, সাব্বিরের ইনজুরি সম্পর্কে এখনও আমি কিছু জানি না। গুরুতর কিছু হলে আমি জানতাম।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা