ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাই এবার তাদের দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা মাইক হাসিকে।
নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে শনিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে হাসিকে ব্যাটিং কোচ হিসেবে পরিচয় করিয়ে একটি পোস্ট করা হয়।
এর আগে ক্রিকেটার হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৯৭৭ রান করেন হাসি। ৫৯ ম্যাচে ৩৮.৭৬ গড়ে এই রান করেন তিনি। যা চেন্নাই সুপার কিংসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। তার আগে রয়েছেন কেবল সুরেশ রায়না (৪৫৪১) এবং মহেন্দ্র সিং ধোনি (৩৪৩৬)।
এছাড়া ২০১৩ আইপিএলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে হাসি জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ।
দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার আইপিএলে ফিরতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার তারা তিনজন খেলোয়াড়কে ধরে রাখে। তারা হলেন মাহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা।
বিডিপ্রতিদিন/ ০৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান