শ্রীলঙ্কার বিরুদ্ধে অধিনায়ক কোহলির অনুপস্থিতিতে দলের দায়িত্ব পড়েছিল রোহিত শর্মার ওপর। টি-টোয়েন্টিতে দ্রুততম শতরান হোক বা ওয়ান ডেতে তৃতীয় দ্বিশতরান, রোহিতের ব্যাট থেকে বেরিয়েছে একের পর এক বিস্ফোরক ইনিংস। তবে আইপিএলের মঞ্চে ফের একবার উজ্জ্বল রোহিত।
মুম্বাই রোহিতের উত্থানের প্রেক্ষাপট। মুম্বাইয়ের জার্সিতেই খেলে জাতীয় মঞ্চে আত্মপ্রকাশ এই তারকা ব্যাটসম্যানের। আইপিএলের হয়েও খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। মুম্বাইয়ের এই ভূমিপুত্র তাই শহরকে ভালবেসে বেনজির কাণ্ড ঘটালেন।
আইপিএল মানে অর্থের ফুলঝুড়ি। গোটা বিশ্ব জানে, টাকা ওড়ে আইপিএলের ময়দানে। এই লিগে খেলতে উৎসাহী গোটা বিশ্বের ক্রিকেটাররাই। শুধুমাত্র উপার্জনের তাগিদে। তবে রোহিত শর্মা এখানেই ব্যতিক্রম। মুম্বাই ইন্ডিয়ান্সকে ভালবেসে অনেক কম অর্থেই খেলতে রাজি হয়ে গেলেন রোহিত।
গত বুধবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কোন ক্রিকেটারদের ধরে রাখছে, তার তালিকা জমা দেয় আইপিএলের গর্ভনিং কাউন্সিলের কাছে। সেখানেই জানা যায়, বিরাট কোহলিকে ১৭ কোটি টাকা দিয়ে ধরে রাখছে বেঙ্গালুরু। সূত্রের খবর, রোহিত শর্মাকেও ‘সম্মান’ জানাতে বিরাট কোহলির অঙ্কের টাকা দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছিল। সেই অর্থে রোহিতও টাকার অঙ্কে ছুঁতে ফেলতে পারতেন বিরাটকে। তবে সেক্ষেত্রে বাজেটে টান পড়ত মুম্বাইয়ের। গলগঠনেও প্রভাব পড়ত।
কিন্তু দলকে ভালবেসে রোহিত টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন, কম অর্থেই খেলতে রাজি তিনি। শেষমেশ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, ১৫ কোটি টাকা দেওয়া হবে রোহিতকে। রোহিত বরাবরই টিম-ম্যান। দলের স্বার্থে একাধিকবার তাকে দেখা গিয়েছে, ব্যাটিং অর্ডারের অনেক নীচে ব্যাট করতে। ২০১৩ সালে নেতৃত্বের দায়িত্ব নিয়ে দলকে তিনবার ট্রফি এনে দিয়েছেন তিনি। রোহিতের এমন সিদ্ধান্তের জন্যই নিলামের সময় ৪৭ কোটি টাকা নিয়ে ক্রিকেটার কিনতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর