ইংলিশ এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে বার্নলির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে বার্নলিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় সিটি। সের্হিও আগুয়েরোর নৈপুণ্যের বার্নলিকে গুঁড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।
শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না ম্যানসিটির। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৫তম মিনিটে অ্যাশলে বার্নসের গোলে এগিয়ে যায় বার্নলি। পরে ৫৬তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দলকে সমতায় ফেরান আগুয়েরো। দুই মিনিট পর ইকেই গুন্ডোগানের বাড়ানো বল ঠিকানায় পৌঁছে দলকে এগিয়ে নেন সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এরপর ৭১তম মিনিটে সানে আর ৮২তম মিনিটে জার্মানির এই মিডফিল্ডারের তৈরি করে দেওয়া সুযোগ সিলভা কাজে লাগালে জয় নিশ্চিত হয়ে যায় সিটির।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ