ছিলেন ক্রিকেটার। এখন তিনি গান গাইছেন। ফর্মহীনতার কারণে সুরেশ রায়না এখন আর ভারতের জাতীয় দলে জায়গা পান না। দলে ফেরার চেষ্টাও করছেন তিনি।
বিরাট কোহলির বর্তমান দলে রায়নার জায়গা হচ্ছে না। উঠে আসছেন নতুন নতুন সব ক্রিকেটার। রায়নার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে একটা সময়। তিনি মোটা হয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল একসময়ে। কোহলিরা যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের বাঁচাতে ব্যস্ত, তখন একটি ভিডিওতে রায়নাকে দেখা যাচ্ছে গান গাইতে।
গানের সেই ভিডিওতে রায়নার সঙ্গে দেখা যাচ্ছে তার স্ত্রীকেও। গানের ভিডিওটি রায়না পোস্ট করার ২ ঘন্টার মধ্যেই তা দেখে ফেলেন ২,১২, ৭৭৮ জন। অর্থাৎ বোঝাই যাচ্ছে, রায়নার গানটি পছন্দ হয়েছে আমজনতার।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর