ইংল্যান্ডের টেস্ট ইতিহাসটা অনেক পুরোনো। আর তার মধ্যে অন্যতম সেরা সেরা ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। সাম্প্রতি তার ফর্মটা খারাপ গেলেও কুকের দক্ষতা নিয়ে প্রশ্নের কোনো জায়গা নেই। সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। রবিবার ব্যক্তিগত অর্জনের আরেকটি মাইলফলক পেরিয়ে গেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের সিডনি টেস্টের চতুর্থ দিনে টেস্ট ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কুক করেছেন ১২ হাজার রান।
১২৪০০ রান নিয়ে কুকের সবচেয়ে কাছে আছেন সাবেক শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আর ১৫৯২১ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। এই দুজনের মাঝে আছেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়।
২০০৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে করেছিলেন সেঞ্চুরি। আর ৩৩ বছর বয়সী কুক ইংল্যান্ডের হয়ে প্রথম ১৫০টি টেস্ট খেলা ক্রিকেটার হয়েছেন এই অ্যাশেজেই।
বিডি প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ