তারা একে অন্যের প্রতিপক্ষ। দুই জনই দুই দলের তারকা পেসার। বল হাতে তাদের বোলিং আগুনে বিভিন্ন সময় সমস্যায় ফেলেছে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে। একজন ভারতের উমেশ যাদব এবং অপরজন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
তবে প্রতিপক্ষ হলেও ট্যাটুর প্রতি দু’জনের প্রেম এবং প্যাশন কিন্তু একই রকম। আর এই প্রেমই কাছাকাছি আনল দুই পেসারকে। অনুশীলনের মাঝেই উমেশের হাতের ট্যাটু চেক করতে এগিয়ে যান ডেল স্টেন। যেন জহুরির চোখে জরিপ করেন উমেশের ট্যাটু। স্টেনের নিজের হাতেও ট্যাটু আছে।
তবে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বড় ভরসা স্টেইন খেললেও ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি উমেশ। শুধু স্টেইন বা উমেশই নন, আধুনিক ক্রিকেটে ট্যাটু প্রেমী ক্রিকেটারের সংখ্যা প্রচুর। ব্রেন্ডন ম্যাকালাম থেকে ক্রিস গেইলও কিন্তু সেই দলে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর