ভারতে ক্রিকেটাররা পূজিত হন ঈশ্বর হিসেবে। অতীতে ক্রিকেটারদের জন্য সমর্থকদের পাগলামোর বহু নিদর্শন দেখেছে ভারত। এবার বিরাট কোহলির ব্যর্থতা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক ভারতীয় ক্রিকেট সমর্থক।
কেপটাউনে খেলতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা মোটেও নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারেননি। পূজারা হোক বা ধাওয়ান, স্টেইন, ফিল্যান্ডারদের সামনে সামান্যতম প্রতিরোধও গড়তে পারেননি কোনও ব্যাটসম্যান। কোহলিও আউট হন মাত্র ৫ রানে।
বিয়ের পর দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে কেমন পারফর্ম করতে পারেন বিরাট, তা জানার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। তবে সমর্থকদের হতাশ করে শুরুতেই আউট হয়ে যান বিরাট। হার্দিক পাণ্ডিয়ার সৌজন্যেই ভারত কোনরকমে ভদ্রস্থ স্কোর তুলতে সমর্থ হয়।
প্রথম টেস্টের ফলাফল এখনও প্রকাশ্যে আসেনি। তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে গেছে। তবে কোহলির ব্যর্থতা মোটেও মেনে নিতে পারেননি এক সমর্থক। আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ভারতের মধ্যপ্রদেশের রাটলামের ৬৩ বছর বয়সি এক সমর্থক বাবুলাল বাইরওয়া কোহলির ব্যর্থতায় এতটাই হতাশ, যে গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন।
খবর অনুযায়ী, রাটলামের জায়রা ফাটক রোডের বাবুলালকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে লক্ষ্য করেন তার স্ত্রী। তিনিই প্রয়োজনীয় ব্যবস্থা নেন। জানা গেছে, হাত ও মাথা আগুনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।
জাতীয় দলের তারকা ক্রিকেটারদের খারাপ পারফরম্যান্সের জন্য আত্মহত্যার প্রবণতা ভারতে মোটেও নতুন নয়। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পরে বেশ কিছু সমর্থক আত্মহত্যা করেছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর