সিডনি টেস্টও জিতে নিল অস্ট্রেলিয়া। এবার জয়ের ব্যবধান এক ইনিংস ও ১২৩ রান। সেই সঙ্গে স্টিভ স্মিথ বাহিনী অ্যাশেজ জিতল ৪–০ ব্যবধানে।
গোটা অ্যাশেজে ইংল্যান্ড মাথা তুলে দাঁড়াতেই পারেনি। সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডের ৩৪৬ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৭ উইকেট হারিয়ে ৬৪৯ রান তুলে ডিক্লেয়ার করে। অস্ট্রেলিয়ার হয়ে শতরান করেন উসমান খাওয়াজা (১৭১), শন মার্শ (১৫৬) ও মিচেল মার্শ (১০১)।
জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস সোমবার শেষ হয়ে গেল মাত্র ১৮০ রানে। যেটুকু লড়াই করার তা করলেন অধিনায়ক জো রুট। ৫৮ রান করার পর তিনি চোটের জন্য প্যাভিলিয়নে ফিরে যান। আর ব্যাট করতে পারেননি। জনি বেয়ারস্টো করেন ৩৮।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট পান অজি পেসার প্যাট কামিন্স। ম্যাচে তার ৮ উইকেট। নাথান লায়ন পেলেন দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট। ম্যাচের সেরা হলেন প্যাট কামিন্স। সিরিজ সেরা অজি অধিনায়ক স্টিভ স্মিথ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর