আফগানিস্তান দলের অন্যতম একজন ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। তবে আইসিসির অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙায় ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। শীঘ্রই তার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই আবারও আফগানিস্তান স্কোয়াডে ফিরেছেন শাহজাদ।
চলতি মাসের ১৭ জানুয়ারি তার শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর থেকেই আফগানিস্তানের হয়ে খেলার জন্য আর কোনো সমস্যা থাকছেন না শাহজাদের। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়েছে তাকে।
প্রসঙ্গত, ওজন কমানোর জন্য শরীরে নিষিদ্ধ ড্রাগ নিয়েছিলেন শাহজাদ। যা আইসিসির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। এ অপরাধের জন্য তাকে ১২ মাস নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
উল্লেখ্য, বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ শেষে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আরব আমিরাতে শারজায় সীমিত ওভারের ওই সিরিজ আফগানিস্তান দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শাহজাদ।
আফগানিস্তান ওডিআই স্কোয়াড
আসগর স্টানিকজাই, মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমেদ, ইহসানউল্লাহ জানাত, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি, নাসির জামাল, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, মুজিব জাদরান, শরীফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান এবং শাহপুর জাদরান।
বিডি প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ