জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের শোডাউন থেকে আমিনুলকে গ্রেফতার করে পুলিশ। আমিনুল হক বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, আমিনুল হক ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন।\
বিডি প্রতিদিন/এ মজুমদার