অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে লিভারপুল থেকে ফিলিপ্পে কুতিনহোকে ন্যু ক্যাম্পে ভাগিয়ে আনতে সফল হলো বার্সেলোনা। রেকর্ড ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান তারকার দলবদলে ঐক্যমতে পৌঁছেছে দুই ইউরোপিয়ান জায়ান্ট। তবে লিভারপুলে পাওয়া চোট পিছিয়ে দিয়েছে তার অভিষেক।
ন্যু ক্যাম্পে খেলতে নামার আগেই চোটে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। হিপ ইনজুরিতে পড়ে আপাতত তিন সপ্তাহ খেলা হবে না বর্তমান বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলারের। খুব সম্ভবত ফেব্রুয়ারির আগে কাতালানদের জার্সিতে অভিষেক হচ্ছে না তার।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, কুতিনহো লিভারপুল থেকে চোট নিয়েই বার্সায় এসেছেন। সবকিছু ঠিক থাকলে ৪ ফেব্রুয়ারি এস্পানিয়লের বিপক্ষে মাঠে নামতে পারবেন।
সোমবার দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হয় ন্যু ক্যাম্পে। তার আগে করা মেডিক্যাল পরীক্ষায় শুনেছেন এ দুঃসংবাদ।
বার্সেলোনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেছে, ডান ঊরুর চোটে ভুগছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার, যাতে ধারণা করা হচ্ছে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম