অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে কোচের ভূমিকায় দেখা যাবে সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংকে। অজি হেড কোচ ড্যারেন লেহম্যানের অধীনে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি।
তবে এবারই প্রথম নয়, এর আগেও ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একই ভূমিকায় কাজ করেছিলেন পন্টিং।
অস্ট্রেলিয়ার মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়াবে। আর ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ