দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশেও সাফল্য দেখিয়েছে রাজশাহী তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশন।
নেপালে অনুষ্ঠিত ১২ তম আন্তর্জাতিক তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে রাজশাহীর প্রতিযোগীরা ৯টি পদক অর্জন করেছে। এর মধ্যে ৪টি স্বর্ণ, ২টি রোপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করেছে।
রাজশাহী তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল জানান, ১ ও ২ জানুয়ারি নেপালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে পুমসে ক্যাটাগরি ও ফাইট ক্যাগরিতে ৯টি পদক অর্জন করে বাংলাদেশের প্রতিযোগিরা।
মঙ্গলবার পদক জয়ী দল দেশে ফিরে এসেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন