ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে জায়গা হয়নি মুমিনুল হকের। তবে এর উত্তরটাও ব্যাট হাতেই দিলেন টেস্ট খেলোয়াড়ের তকমা পাওয়া এই ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ম্যাচে মাঠে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে বিকেএসপিতে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হয়েছে ইসলামি ব্যাংক ইস্ট জোন। চার দিনের ম্যাচে প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল। আর নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমান করেন এ বাঁহাতি। দলের দায়িত্ব কাঁধে নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ১১তম সেঞ্চুরিও তুলে নেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৪ বলে ১১১ রানে অপরাজিত আছেন মুমিনুল। এ সময় তিনি ১৪টি চার ও একটি ছক্কা হঁকান।
বিডি প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ