ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে দেখা যাবে না ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠানের। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় তাকে ৫ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। খরব দ্য টাইমস অব ইন্ডিয়ার।
২০১২ সালের পর থেকে জাতীয় দলের বাইরে ইউসুফ পাঠান। ভারতের জার্সিতে তিনি ৫৭টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ২০১৭ সালের ১৬ মার্চ ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা চলার সময় বিসিসিআই’র অ্যান্টি-ডোপিং টেস্টিং প্রোগ্রামের কাছে ইউরিন স্যাম্পল (প্রস্রাবের নমুনা) দিয়েছেন মি. পাঠান। তাতে দেখা যায় টার্বুটালিনের (কাশির সিরাপ) অস্তিত্ব পাওয়া যায়। এটা ওষুধ হলেও অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াদা) নিষিদ্ধ ড্রাগের তালিকাভুক্ত।
প্রসঙ্গত, আইপিএলে গত কয়েকটি আসরে তাকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অংশ নিতে দেখা যায়। তবে এ বছর ইউসুফ পাঠানকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে আগামী অাগামী ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে খেলোয়াড়দের নিলামে উঠার কথা তার নাম। কিন্তু ডোপিং নিষেধাজ্ঞায় এবার তাকে দর্শক হয়ে থাকতে হচ্ছে। আগামী ৪ এপ্রিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জমজমাট টুর্নামেন্টের পর্দা উঠবে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৮/মাহবুব