কেপটাউন টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়া ব্যাটিং লাইন আপ শামি-ভুবি-বুমরাহ বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৩০ রানে। কেপটাউন টেস্ট জয়ের জন্য ২০৮ রান তারা করতে নেমে ১৩৫ রান থেমে যায় কোহলিদের ইনিংস। ২ রানে প্রথম টেস্টে হারে কোহলিরা।
সোমবার প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর কোহলিদের নিয়ে শুরু হয়েছিল ট্রোলিং। কিন্তু মঙ্গলবার অবশ্য মুণ্ডপাত নয়, কোহলিদের পাশে দাঁড়াল সোশ্যাল মিডিয়া। এদিন বিরাটের পাশে দাঁড়িয়ে কেউ লিখলেন, ‘নয় ম্যাচ পর একটা হার, সেটা নিয়ে এতটা হতাশ হওয়ার কিছু নেই। শেষবার ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পুণে টেস্ট হেরেছিল কোহলিরা।’
এক ধাপ এগিয়ে কেউ আবার আনুশকাকে নিয়ে শুরু হওয়া নতুন ট্রোলিংয়ের জবাব দিলেন। প্রতিবাদ করে তিনি লিখেছেন, ‘ সমালোচকরা তো বসেই থাকে, কবে আনুশকা খেলা দেখবে আর কোহলি শূন্য রানে আউট হবে৷ ইস্যু পেলেই আনুশকাকে ভিলেন বানিয়ে শুরু হয়ে যাবে নতুন ট্রোলিং। এবার মানসিকতা পাল্টানো দরকার।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর