বার্সিলোনার জার্সিতে এমন কোনও ট্রফি নেই যা জেতেননি। ন্যু-ক্যাম্পের সর্বকালের সেরা কিংবদন্তীদের তালিকা বানাতে বসলে নিশ্চিতভাবেই জাভি হার্নান্দেজের নামটা থেকে যাবে। বার্সিলোনা ছেড়েছেন তিন মৌসুম আগে। কিন্তু এই সৃষ্টিশীল মিডফিল্ডারকে এখনও ভোলেননি বার্সা সমর্থকরা। ভোলার কথাও নয়। আপাতত জাভি কাতারের লিগে আল-সাদ ক্লাবের হয়ে খেলছেন।
সবুজ মাঠে বল পায়ে তিনি যতটা নান্দনিক, ঠিক ততটাই চাঁচাঁছোলা নিজস্ব অভিমত প্রকাশে। যা বলেন সোজাসাপ্টাই বলেন।
মঙ্গলবার যেমন একটি ফরাসি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রাখঢাক না করেই বলে দিলেন, রিয়াল মাদ্রিদ কখনওই চায় না তার পুরোনো ক্লাব বার্সিলোনার মতো সুন্দর ফুটবল খেলতে!
জাভির ব্যখ্যা, বিশ্বের যে কোনও ফুটবলারের কাছেই বার্সিলোনা হল ফাইনাল পরীক্ষার মতো। সবচেয়ে কঠিন ক্লাব। এই ক্লাবে খেললে ফুটবলারের কাছে চাহিদাটাও অনেক বেড়ে যায়। রিয়াল অন্য ব্যাপার। ওরা তো আসলে সুন্দর ফুটবলটা খেলতেই চায় না!
বের্নাবুতে কোনও ডিফেন্ডার যদি বিপক্ষ আক্রমণ নষ্ট করতে গ্যালারিতে বল পাঠায়, তাহলে সবাই উল্লাসে চেঁচিয়ে ওঠে। এটাই ওদের সংস্কৃতি। বার্সিলোনায় ঠিক উল্টো। কেউ এমন কিছু করলে গোটা মাঠ বিদ্রুপ করবে। বুঝিয়ে দেবে, ব্যাপারটা মোটেই ইতিবাচক নয়। সেই যোহান ক্রুয়েফের আমল থেকেই ন্যু-ক্যাম্পে এই ধারা চলে আসছে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/আরাফাত