কেপটাউন টেস্টে হেরে বিরাট কোহলিরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ০-১ পিছিয়ে। বিদেশের সবুজ, গতিময় বাইশ গজে ভারতীয় তারকা ব্যাটসম্যানরা কতটা স্বচ্ছন্দ তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়ে গেল এই টেস্ট। শুধু প্রোটিয়া পেসাররাই তো নয়, লাল বল হাতে বিপক্ষ ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিয়েছেন ভারতীয় জোরে বোলাররাও।
পৃথিবী বিখ্যাত টেবল মাউন্টেনের কোলঘেঁষা স্টেডিয়ামে চারদিনের মধ্যে একদিন পুরাপুরি বৃষ্টিতে পন্ড। আর বাকি তিনদিন রোমাঞ্চ আর উত্তেজনা মিলিয়ে মিশিয়ে টেস্ট ক্রিকেটের মনোমুগ্ধকর জাদু দেখেছে দর্শক। এই টেস্ট দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেছে সাবেক ক্যারিবিয়ান পেসার মাইকেল হোল্ডিংয়ের। বিশেষ করে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন সকালে দক্ষিণ আফ্রিকার পেস চতুষ্টয় ডেল স্টেন, মরনি মর্কেল, কাগিসো রাবাদা ও ভার্নন ফিল্যান্ডারদের বলের ঝাঁজ দেখে আপ্লুত হোল্ডিং।
সেজন্যই বললেন, ‘সত্যিই এই জাতের পেস বোলিং এখন আর দেখাই যায় না। দুস্প্রাপ্য হয়ে গেছে। আমি কিন্তু চুটিয়ে উপভোগ করেছি স্টেন, ফিল্যান্ডারদের সেদিনকার বোলিং। ওদের বোলিং দেখে পাশে বসা সানিকে (সুনীল গাভাসকার) বলছিলাম, জানি না ভারতীয় ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়িয়ে কতটা উপভোগ করছে এটা! সানি কিন্তু হেলমেট ছাড়াই অতীতে দিনের পর দিন এই কাজটা আমাদের বিরুদ্ধে করে যেত। ঠিক এখানেই দরকার পড়ে সত্যিকারের চরিত্রদের। যে বাইশ গজে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়তে পারে। আর যাদের জন্য টেস্ট ক্রিকেট সমৃদ্ধ হয়।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর