১৩ জানুয়ারি নিউজিল্যান্ডে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। আসর শুরু না হলেও এক ক্রিকেটার নিয়ে এখনই হৈচৈ শুরু হয়ে গেছে। তিনি ১৭ বছরের অফগান ক্রিকেটার বাহির শাহ্। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডেও এই কিশোর রীতিমতো ব্যাটে ঝড় তুলেছে। ফিফটি ও সেঞ্চুরি করাটা ছিল মামুলি ব্যাপার। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাডম্যানের রেকর্ডটিও এই বয়সে ভেঙে দিয়েছে বাহির।
ক্রিকেট বিশ্বে যদি সর্বকালের সেরা ব্যাটসম্যানের নাম বলতে বলা হয় তাহলে প্রথমে চলে আসে অস্ট্রেলিয়ার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের কথা। দুই দশকের বেশি সময়ে ২৩৪ ম্যাচ খেলে ক্রিকেট কিংবদন্তি গড়টা ৯৫.১৪-এর নিচে নামতে দেননি। আর সেখানে বাহিরের গড় ১২১.৭৭। কমপক্ষে ১০০০ হাজার রান করেছে, এখন ব্যাটম্যানদের মধ্যে বাহিরের গড়ই সর্বোচ্চ।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/মাহবুব