ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে থাকলেও দল পেলেন না মুশফিকুর রহিম। জয়পুরে আজ মঙ্গলবার অনুষ্ঠিত নিলামে তার নাম ঘোষণার পর টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নেয়নি কোনো দলই।
বাংলাদেশ থেকে এবার আইপিএলের নিলামে ছিলেন দু'জন খেলোয়াড়। তবে মুশফিকের নাম ডাকা হলেও বিরতির আগ পর্যন্ত মাহমুদুল্লাহর নাম ঘোষণা করা হয়নি।
এদিন, নিলামে বিদেশি কোটায় ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে সর্বোচ্চ ৭.২ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর লুক রনকির নাম উঠেছিল নিলামে। তাকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। পরে ঘোষণা হয় মুশফিকের নাম। কিন্তু বাংলাদেশি তারকাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি।
এর আগে, ২০১৬ আইপিএলের নিলামেও থাকলেও সেবারও মুশফিককে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব