টাইব্রেকারে লেস্টার সিটিকে হারিয়ে লিগ কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে টাইব্রেকারে ৩-১ গোলে জয় পায় পেপ গুয়ার্দিওলার দল। লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে নির্ধারিত সময় ১-১ ড্রয়ে শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।
এর আগে, ম্যাচের ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। বিরতির পর ৭৩তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রাইটনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকে দুই দল।
এরপর পেনাল্টি শুট আউটে ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে সিটি। এই জয়ে লিগ কাপের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পেপ গুয়ার্দিওলার দল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম