নারীদের বিগ ব্যাশ লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্রেস হ্যারিস। ব্রিসবেন হিটের হয়ে ৪২ বলে সেঞ্চুরি এই রেকর্ড গড়েন তিনি। এটি টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। হ্যারিসের শতকের সুবাদে মেলবোর্ন স্টার্সকে ১০ উইকেটে হারায় ব্রিসবেন। ম্যাচ শেষে ১০১ রানে অপরাজিত ছিলেন এই রেকর্ডধারী।
১৩টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি দিয়ে সেঞ্চুরি সাজিয়েছেন হ্যারিস। তার স্ট্রাইক রেট ছিল ২৪০.৪৭।
এর আগে বিগ ব্যাশে দ্রুত সেঞ্চুরির রেকর্ডটি ছিল অ্যাশলে গ্রেডনারের। গত আসরে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
এছাড়া, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করে নারী ক্রিকেটে দ্রুত সেঞ্চুরির রেকর্ড বইয়ে শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দিন্দ্রা ডটিন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ