বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল স্টিভেন স্মিথের। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির মুখে স্মিথকে না করে দিয়েছে বিসিবি। ফলে কুমিল্লার জার্সি গায়ে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।
নভেম্বরে বিদেশি খেলোয়াড় কোটায় স্মিথের সাথে চুক্তি করে কুমিল্লা। স্মিথকে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাসেলা গুনারত্নের বদলে। আর এখানটাই দেখা দিয়েছে সমস্যা। বিপিএলের নিয়ম অনুযায়ী বদলি হিসেবে কোন খেলোয়াড়কে নিতে হলে তা নিতে হবে ড্রাফটের প্রথম থেকে। কিন্তু স্মিথ ড্রাফটের বাইরের খেলোয়াড়।
আর এখানেই আপত্তি তোলের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের দাবি প্লেয়ার্স ড্রাফটের তালিকার বাইরে কাউকে দলে নেয়ার নিয়ম নেই। এনিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে জরুরি বৈঠকেও বসেছিলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। কিন্তু কোন সমাধান আসেনি। স্মিথের ব্যাপারে দলগুলোকে কোনমতেই রাজি করানো যায়নি। ফলে বিষয়টি চলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাতে।
নিয়মের বেড়াজালে অবশেষে বিসিবিও স্মিথকে না করে দিয়েছে। ফলে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে দেখা যাবে না বিপিএলের মাঠে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৮/আরাফাত