ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জিতেছে। আজ সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। সিরিজের শেষ ম্যাচটি মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিকেল ৫টায়।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার নিজেদের চিরচেনা কন্ডিশনে ক্যারিবীয়দের বিপক্ষে দাপট দেখিয়েই সিরিজে সমতা আনে বাংলাদেশ। অন্যদিকে, শতভাগ দিয়েও নিজেদের পক্ষে ফল আনতে না পারায় হতাশ ওয়েস্ট ইন্ডিজ। তাইতো সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১১০ ভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কিমো পল। তার মতে, ১১০ ভাগ ঢেলে দিয়ে সিরিজ জিততে মুখিয়ে সফরকারীরা।
শুক্রবার অনুশীলন শুরুর আগে অলরাউন্ডার পল বলেন, ‘এখন পর্যন্ত সিরিজটা আমাদের জন্য বেশ কঠিন গেছে। আমরা টি-টোয়েন্টি সিরিজে আসার আগে ওয়ানডে সিরিজ হেরেছি। এরপরও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এখনো যে আত্মবিশ্বাস আছে, সেটার প্রয়োগ করে সিরিজ জেতা যায়, যেহেতু এখন ১-১ সমতা আছে। আমরা অবশ্যই আগামীকাল নেমে নিজেদের ১১০ ভাগ ঢেলে দিয়ে জিততে মনোযোগী এবং সিরিজ জেতার দিকেই লক্ষ্য রাখছি।’
ডানহাতি এই পেস অলরাউন্ডারের মতে, সিলেট ও মিরপুরের উইকেটে পার্থক্য থাকায় দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে, ‘দুই ম্যাচে পুরোপুরি ভিন্ন দুই রকমের উইকেট ছিল। কিন্তু আমরা একই পরিকল্পনা নিয়ে মাঠে নামতে পারি না। আমাদের প্রতিটি খেলায় একই পরিকল্পনা থাকতে পারে না। তাই উপযুক্ত পরিকল্পনা আমাদের বের করতে হবে।’
পলের মতে, ফাস্ট বোলিং ভালো হলে জয়ের ধারায় ফিরতে পারবে ক্যারিবীয়রা। তিনি বলেন, ‘আমাদের মূল শক্তি ফাস্ট বোলিং। ফাস্ট বোলিং ভালো হলে অবশ্যই আমরা জয়ের ধারায় ফিরতে পারব। পাশাপাশি পাওয়ার প্লে-তে আক্রমণের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। মাঠে আমাদের পরিকল্পনা প্রয়োগ করতে হবে। তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ