বিরাট কোহালি। আন্তর্জাতিক স্তরে অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন। তবে শুধু আন্তর্জাতিক নয়, আইপিএলের ইতিহাসে খুব সম্ভবত দামি ক্রিকেটারও তিনি। তবে শুধু বিরাট নয়, দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আইপিএলের কয়েকজন দামি ক্রিকেটারকে-
১। বিরাট কোহালি-
২০১৮ সালে বেঙ্গালুরু তাকে কিনেছিল রেকর্ড ১৭ কোটি টাকা দিয়ে। এখনও পর্যন্ত এটাই যে কোনো ক্রিকেটারের জন্য টুর্নামেন্টের ঘোষিত সর্বোচ্চ মূল্য।
২। যুবরাজ সিং-
এ বছরের নিলামে প্রথমবার কোনও দল না পাওয়া যুবরাজকে ২০১৫ সালে ১৬ কোটি দিয়ে তাকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস।
৩। রোহিত শর্মা-
তালিকার তিন নম্বরে রয়েছেন হিটম্যান। টি-২০ এবং একদিনের ম্যাচে ভারতের অন্যতম ভরসা রোহিত। ২০১৮ সালে রোহিতকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিল ১৫ কোটি টাকায়।
৪। এমএস ধোনি-
দামের দিক থেকে ‘মিস্টার কুল’ খুব একটা পিছিয়ে নেই। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস ১৫ কোটি দিয়ে কেনে ধোনিকে।
৫। ঋষভ পন্থ-
ধোনির শূন্যতা পূরণ করবেন বলে মনে করা হচ্ছে। দিল্লি ডেয়ারডেভিলস গত বছর ১৫ কোটিতে কিনেছিল বাঁহাতি পন্থকে।
৬। বেন স্টোকস-
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। ২০১৭ সালে এই অলরাউন্ডারটিকে সাড়ে ১৪ কোটিতে কিনেছিল পুণে।
৭। দীনেশ কার্তিক-
টি-২০ ফরম্যাটের অন্যতম সফল ক্রিকেটার। বর্তমানে নাইটদের অধিনায়ক। ২০১৪ সালে কার্তিককে সাড়ে ১২ কোটিতে কিনেছিল দিল্লি।
৮। ডেভিড ওয়ার্নার-
গত বছর ডেভিড ওয়ার্নারকে সাড়ে ১২ কোটিতে কিনেছিল হায়দরাবাদ। যদিও বল বিকৃতি কেলেঙ্কারির জেরে ২০১৮ সালের আইপিএলে খেলতে পারেননি তিনি।
৯। স্টিভ স্মিথ-
ওয়ার্নারের মতোই সম পরিমাণ টাকায় বিক্রি হয়েছিলেন স্মিথ। কিন্তু ওয়ার্নারের মতোই বল কেলঙ্কারির জেরে রাজস্থানের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি সাবেক অজি অধিনায়ক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত