বোলিংয়ে এসেই 'ভয়ঙ্কর' শাই হোপকে ফেরালেন সাকিব। ১২ বলে ২৩ রান করে আউট হন হোপ। এক ছক্কা এবং ৪টি চারে ইনিংস সাজান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১০১ রান করেছে সফরকারীরা।
আজ সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। সফরকারীদের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে খেলাটি।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৮/আরাফাত