ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিলেন ঝড়ের বেগে। বাংলাদেশের কোনো বোলারকে পাত্তা দিচ্ছিলেন ক্যারিবীয়রা। তবে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের লাগাম টেনে ধরেন রিয়াদ।
পরপর দুই বলে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ। দশম ওভারের তৃতীয় বলে এভিন লুইসের পর চতুর্থ বলে আউট করলেন শিমরন হেটমায়ারকে।
'গোল্ডেন ডাক' মারলেন বাঁহাতি হেটমায়ার। এলবিডাব্লিউয়ের সিদ্ধান্তের বিপরীতে তিনি নিয়েছিলেন রিভিউ। কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ১০ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৪ উইকেটে ১২২ রান। উইকেটে রোভম্যান পাওয়েল ৪ ও নিকোলাস পুরান ১ রানে।
নিজের তৃতীয় ওভারে ফের উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। এবার রোভম্যান পাওয়েলকে ১৯ রানে লিটন দাশের ক্যাচে মাঠ ছাড়া করান এই অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৮/আরাফাত