ভারতকে তৃতীয় টেস্ট জিততে হলে কী করতে হবে, কোহলিকে সেই পরামর্শ দিলেন কংগ্রেস নেতা শশী থারুর। বিশেষ করে ওপেনিংয়ে সাফল্যের উপায় জানালেন তিনি।
অস্ট্রেলিয়ায় চলতি সিরিজে ওপেনিংয়ের সমস্যা ভোগাচ্ছে কোহলিকে। মুরালি বিজয় ও লোকেশ রাহুল ভালোভাবে ইনিংসের গোড়াপত্তনই করতে ব্যর্থ। সেই জন্যই রবিচন্দ্রন অশ্বিনকে ওপেনার হওয়ার পরামর্শ দিলেন ওই রাজনৈতিক ব্যক্তিত্ব!
কংগ্রেস নেতা টুইট করে জানিয়েছেন, টেস্ট হারের থেকেও বড় ক্ষতি হল পৃথ্বী শ-এর আঘাত লাগা। আমাদের কী রবিচন্দ্রন অশ্বিনকে ময়াঙ্কের সাথে ওপেন করতে পাঠানো উচিত? অশ্বিনের রক্ষণ বেশ পোক্ত। মাথাটাও বেশ শান্ত। তাহলে মিডল অর্ডারে আরও একজন ব্যাটসম্যান কিংবা অলরাউন্ডারের জন্য জায়গা ফাঁকা হয়ে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার