সাদামাটা বিয়ে সারলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার সঞ্জু স্যামসন, যাকে এক সময় ধোনির উত্তরসূরি হিসেবে ভাবা হয়েছিল। দীর্ঘদিনের বান্ধবীর সাথে নতুন জীবন শুরু করলেন তিনি। শনিবার ভারতের তিরুবনন্তপুরমে এক রিসর্টে সাদামাটা ভাবে বিয়ে সম্পন্ন হলো কেরালার এই ক্রিকেটারের।
এই উইকেটকিপার ব্যাটসম্যানকে এক সময় ধোনির উত্তরসূরি হিসেবে ভাবা হলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আইপিএলে সফল হলেও ভারতীয় দলের জার্সিতে একটি মাত্র টি-২০ ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাঁর। বছর তিনেক আগে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক মাত্র টি-২০ ম্যাচটি খেলেন সঞ্জু।
বিডি প্রতিদিন/এ মজুমদার