৩৩ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো চলতি বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাসে যোগ দিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন। রোনালদোর অনুপস্থিতিতে মাদ্রিদ প্রাথমিকভাবে বেশ বিপাকে পড়ালেও ধীরে ধীরে তারা নিজেদের লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসে। আর রোনালদোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদ বার্সেলোনার জন্য একটি সতর্ক সঙ্কেত উপহার দিয়েছে বলে মনে করেন বার্সার সাবেক মিডফিল্ডার জোর্দি ক্রুইফ।
মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তি ২০২১ সালে শেষ হয়ে যাবে। কিন্তু ক্লাবের সাবেক মিডফিল্ডার ক্রুইফ মনে করেন মাদ্রিদের ভুল থেকে বার্সেলোনাকে শিক্ষা নিতে হবে।
চাইনিজ সুপার লিগের ক্লাব চোংকিং ডানডাই লিফানের কোচ হিসেবে দায়িত্বরত ক্রুইফ বলেন, ‘মাদ্রিদের সাথে যা ঘটেছে এটা বার্সার জন্য একটি সতর্কবার্তা। মাদ্রিদের খেলোয়াড়রা এখনো নিজেদের প্রমাণ করে চলেছেন। কিন্তু বর্তমান ফুটবলের যা অবস্থা তাতে এমনভাবে প্রতিটি দলকে প্রস্তুত থাকতে হবে যাতে ২-০ গোলে পিছিয়ে থেকেও যেন জয়ী হয়েই দল মাঠ ছাড়তে পারে। মেসি থাকলে এটা সম্ভব। কিন্তু তারপরও বিশ্বাস করতে হবে ফুটবলে এর থেকেও বেশি কিছু সম্ভব।’
নেদারল্যান্ড জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ক্রুইফ বলেছেন, মাদ্রিদ দলটিকে পর্যালোচনা করলে দেখা যাবে রোনালদো তাদের দলে ছাতার মত ছিল। যখন বৃষ্টি আসতো কেউই ভিজতো না। কিন্তু এখন সেখানে কোনো ছাতা নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ