ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে। বুধবার প্রতিপক্ষের মাঠে প্রথমে এগিয়ে যেয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানসিটিকে।
এদিন ম্যাচের চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। সের্হিও আগুয়েরোর কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন বের্নার্দো সিলভা। পাঁচ মিনিট পরেই সমতা ফেরায় লেস্টার। জেমি ভার্ডির ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান মার্ক অলব্রাইটন। পরে ৮১তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রিকার্দো পেরেইরা। সেই গোল আর শোধ করতে পারেনি অতিথিরা। পরে ৮৯তম মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটির ফ্যাবিয়ান ডেলফ।
লিগে শেষ চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া পেপ গুয়ার্দিওলার দল ৪৪ পয়েন্ট নিয়ে বছর শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লেস্টার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ