বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তম মিনিটে গোল করে ম্যাচে চালকের আসনে বসেছিল আর্সেনাল। কিন্তু ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন নিজেদের মাঠে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাল। তাতে ২০১৮ সালে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল উনাই এমেরির দল। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
আর্সেনালের হয়ে গোল করেন আউবামেয়াং। প্রতি আক্রমণ থেকে ৩৭তম মিনিটে সমতায় ফেরে অ্যালবিওন। নিজেদের ডি বক্সের একটু ওপর থেকে ড্যাভি প্রোপারের লম্বা করে বাড়ানো বল আটকাতে লাফিয়ে উঠেছিলেন স্টেফান লিশ্টস্টাইনার কিন্তু বলে মাথা ছোঁয়াতে পারেননি এই সুইস ডিফেন্ডার। নিখুঁত ফ্লিকে ঠিকানা খুঁজে নেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড ইয়ুর্খেন লোকাডিয়া।
১৯ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হল ৩৮।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ